বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯

জাককানইবি তে মঞ্চস্থ হতে যাচ্ছে ম্যাক্সিম গোর্কির নাটক ‘নিচু তলার মানুষ’

Home Page » বিনোদন » জাককানইবি তে মঞ্চস্থ হতে যাচ্ছে ম্যাক্সিম গোর্কির নাটক ‘নিচু তলার মানুষ’
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯



 ফাইল ছবি

সৌরভ বর্মন গৌতম জাককানইবি প্রতিনিধিঃ প্রতিদিন সন্ধ্যাটা ৬.৩০ মিনিটে আগামী ৩ থেকে ৭ নভেম্বর পাঁচ দিন ব্যাপি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক ‘নিচু তলার মানুষ’ (The Lower Depths)। নাট্যকার ম্যাক্সিম গোর্কি।এবং নাটকটির অনুবাদ করেছেন তানভীর মোকাম্মেল।নাটকটি পরিকল্পনা এবং নির্দেশনায় রয়েছেন বিভাগের প্রভাষক মোঃ মেহেদী তানজির। পোশাক পরিকল্পনায় উক্ত বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন তানিয়া। ম্যাক্সিম গোর্কি তাঁর সাহিত্যচর্চায় বাস্তব জীবনের অভিজ্ঞতা গুলোকে তুলে ধরেছেন। এমনি এক বাস্তবতার গল্প নিয়ে রচিত নাটক নিচু তলার মানুষ। যে নাটকটি ক্লাসিক বা ধ্রুপদী নাটকের মধ্যে স্থান নিয়েছে। নাটকের হাহাকার সময়ের মধ্যে এক বৃদ্ধ ভবঘুরের আগমণ ঘটে, যে জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষগুলোকে স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখায় ঘুরে দাঁড়ানোর, আবার নতুন করে শুরু করার।একদিকে মানুষগুলোর হতাশা ও দুর্দশার চরম নিগড়ে বন্দী জীবন অন্যদিকে এই দুর্দশার চক্র থেকে বেরিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখা ও তার অনিশ্চয়তা এটাই নিচু তলার মানুষ নাটকের প্রধান উপজীব্য।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:০১   ১৩৮২ বার পঠিত   #  #  #  #  #  #