বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯

ভাঙ্গায় ভাইকে হত্যা চেষ্টা, এলাকাবাসীর ক্ষোভ, থানায় মামলা

Home Page » ফিচার » ভাঙ্গায় ভাইকে হত্যা চেষ্টা, এলাকাবাসীর ক্ষোভ, থানায় মামলা
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯



হত্যা চেষ্টাকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- সম্পত্তি আত্মসাৎ ও পারিবারিক কলহের জের ধরে ভাবী রানী বেগমকে ফাঁসাতে বড় ভাই রাজেক মোল্লাকে বিষ পান করিয়ে হত্যার উদ্দেশ্যে বাড়ীর পার্শ¦বর্তী ধান ক্ষেতে ফেলে রাখার অভিযোগে মেঝ ভাই দেলোয়ারের স্ত্রী সামসুন্নাহার বেগম, ছোট ভাই মিজানুর মোল্লা ও তার স্ত্রী নাসরিন বেগম সহ অজ্ঞাত দুই জনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে মামলার বাদী সাংবাদিকদের নিকট এ ঘটনার বিবৃতি প্রকাশ করেন। এজাহার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, অক্টোবরের ২০ তারিখে মসজিদে এশার নামাজ শেষে নিখোজ হয় রাজেক মোল্লা। খোঁজাখুজির এক পর্যায় পরদিন সন্ধ্যায় পার্শ¦বর্তী ধান ক্ষেতে স্বামীকে পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সহযোগীতায় তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেলে ভর্তি করান স্ত্রী রানী বেগম। এঘটনার তিব্র নিন্দা জ্ঞাপন করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে এলাকাবাসী। এবিষয়ে মামলার সত্যতা স্বীকার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান। ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাটি রহস্যজনক, প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:০২   ৭৫৩ বার পঠিত   #  #  #  #