
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
জাককানইবিসাস এর সাংবাদিকদের বুনিয়াদি কর্মশালা অনুষ্ঠিত
Home Page » প্রথমপাতা » জাককানইবিসাস এর সাংবাদিকদের বুনিয়াদি কর্মশালা অনুষ্ঠিত
সৌরভ বর্মন গৌতম জাককানইবি প্রতিনিধিঃ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাককানইবিসাস) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে দিনব্যাপী সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর উজ্জ্বল কুমার প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ড. জিল্লুর রহমান পল, সহকারী অধ্যাপক মেহেদী উল্লাহ, উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান, সময় টেলিভিশন ময়মনসিংহ ব্যুরো প্রধান হারুনুর রশিদ, যমুনা টেলিভিশন ময়মনসিংহ ব্যুরো প্রধান হোসেন শাহিদ, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক মোস্তাফিজ নোমানসহ প্রমূখ।
প্রশিক্ষণ শেষে কর্মশালায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ ও ফটো সেশন করা হয়।
বাংলাদেশ সময়: ১৩:০৯:০১ ৫১৯ বার পঠিত #(জাককানইবিসাস) #কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় #বিশ্ববিদ্যালয় #সাংবাদিক সমিতি