সোমবার, ২৮ অক্টোবর ২০১৯

ভাঙ্গায় ঔষধ পান করিয়ে ধর্ষণের চিত্র ধারন, ধর্ষিতার আত্মহত্যার চেষ্টা

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ঔষধ পান করিয়ে ধর্ষণের চিত্র ধারন, ধর্ষিতার আত্মহত্যার চেষ্টা
সোমবার, ২৮ অক্টোবর ২০১৯



ধর্ষিতার পরিবারের সাথে সাংবাদিকবৃন্দ
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- ধর্ষণের বিষয় জানার পর ধর্ষক কর্তৃক বিয়ের প্রস্তাবে অসম্মতি প্রকাশ করায় উপায়ন্তর না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে অসহায় এক তরুনী (২২)। রবিবার রাতে ঔষধ পান করে আত্মহত্যার চেষ্টা করে সে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পিরেরচর গ্রামের ধর্ষিতা ও তার পরিবারের অভিযোগ, একই গ্রামের দক্ষিণপাড়ার উকিল মাতুব্বরের ছেলে রহিম মাতুব্বর অপরিচিত নাম্বার থেকে যোগাযোগ করে টানা চার বছর প্রেমের সম্পর্ক গড়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় ঐ তরুনীকে। প্রস্তাবে রাজি না হওয়ায় কয়েকদিন পূর্বে চেতনা নাশক ঔষধ পান করিয়ে বাড়ীর পার্শ¦বর্তী ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে ভিডিও চিত্র ও ছবি সংরক্ষণ করে রহিম, এরপর কিছু দিন পূর্বে স্থানীয় পিরেরচর বাজারে ঐ তরুনীকে দেখলে ফোন রিসিভ না করার অপরাধে প্রকাশ্য দিবালোকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে ধারণকৃত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার ভয় দেখায় সে। রহিম মাতুব্বরকে বিয়ের প্রস্তাব দেয় ঐ তরুনী, বিষয়টি জানাজানি হলে প্রস্তাব প্রত্যাখ্যান করে রহিম। স্থানীয় মাতুব্বরেরা বিষয়টি নিয়ে মিমাংসার লক্ষে শালিস করার জন্য পক্ষদ্বয়কে দিন তারিখ দিলেও রহস্যজনক ভাবে শালিসের সময় পরিবর্তন হয়, রহিম তার কথায় অনড় থাকবে জানালে উপায়ন্তর না পেয়ে আত্মহত্যার চেষ্টা করে ঐ তরুনী। দারিদ্রতার জন্য থানা পুলিশের কাছে অভিযোগ করেনি জানালে সাংবাদিকদের আশ্বাসে তারা থানায় অভিযোগ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান দ্রুত যাবতীয় ব্যবস্থা নেন। অপরদিকে রহিমের সঙ্গে বারংবার যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ করে রাখে। এবিষয়ে তদন্ত অনুযায়ী পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:১২   ১০৬৫ বার পঠিত   #  #  #  #