সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
ঝিনাইদহ ডাকবাংলায় সড়ক দুর্ঘটনায় নিহত-১
Home Page » সারাদেশ » ঝিনাইদহ ডাকবাংলায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ঝিনাইদহ প্রতিনিধি সেলিম রেজাঃ
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকায় বাস চাপায় সুমন হোসেন (১২) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে।
সোমবার সকালে ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় সকালে গ্যারেজে কাজ করার জন্য সেখানে যায় সুমন। এসময় গ্যারেজের পাশে থাকা কুকুর সুমনকে তাড়া করে।
সুমন রাস্তা পার হয়ে পালাতে গেলে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৩৫:১৯ ৫৮২ বার পঠিত #ঝিনাইদহ ডাকবাংলায় সড়ক দুর্ঘটনায় নিহত-১