সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
ঝিনাইদহ ডাকবাংলায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেল শিশু শ্রমিকের প্রাণ
Home Page » প্রথমপাতা » ঝিনাইদহ ডাকবাংলায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেল শিশু শ্রমিকের প্রাণ
বঙ্গ-নিউজঃ ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ- চুয়াডাঙ্গা মহাসড়ক ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল শিশু শ্রমিকের প্রাণ। আজ সকাল ৭ টা ৩০মিঃ শিশু শ্রমিক সুমন (১২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে।৷
যানা গেছে সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামে মফিজুলের ছেলে সে ডাকবাংলা বাজারের একটি গ্যারেজ এ কাজ করতে প্রতিদিনের ন্যায় আজ সোমবার কাজে এসে গ্যরেজ খুলার সময় কুকুর সুমনকে কামড়াতে তাড়া করে তখন সুমন রাস্তার ও পারে পালাতে গেলে, ঢাকা গামী রয়েল পরিবহন তাকে পিষ্ট করে পালায়। সুত্র জানায় গাড়ী টি আটক আছে।নিউজ লেখার আগ পর্যন্ত কোন মামলা হয়নি।
বাংলাদেশ সময়: ১৩:৩১:২৭ ৫৭২ বার পঠিত # #ঝিনাইদহ #নিহত #বাংলাদেশ #সড়ক দুর্ঘটনায়