রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
মধ্যনগরে প্রতিবাদ সভা
Home Page » সারাদেশ » মধ্যনগরে প্রতিবাদ সভাস্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আজ রবিবার সকাল দশটায় মধ্যনগর বাজারস্থ দলীয় কার্যালয়ে সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও গণমাধ্যমে অপপ্রচারের এর বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মধ্যনগর থানা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং মধ্যনগর থানা যুবলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন আওয়ামীলীগ নেতা আব্দুস শহীদ আজাদ,নেহার উদ্দিন,রুহুল আমিন খান, জহিরুল হক,মোস্তফা কামাল খোকন,থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, বনিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, আড়ৎদার কল্যান সমিতির সাধারন সম্পাদক জ্যোতির্ময় রায়,যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, মধ্যনগর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আহমেদ, মধ্যনগর থানা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম খাঁন,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মিঠু প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন কে নিয়ে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার ভাবমূর্তি নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পায়তারা চালাচ্ছে। যারা তাঁকে নিয়ে মিথ্যা কারসাজিতে মেতে ওঠেছে এদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৯:১৭:০০ ৯১৪ বার পঠিত #এমপি রতন #প্রতিবাদ #মধ্যনগর #সভা