রবিবার, ২৭ অক্টোবর ২০১৯

ভাঙ্গায় শেষ বয়সে পবিত্র কুরআন শরিফ পড়তে পেরে আবেগ আপ্লুত বয়স্করা

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় শেষ বয়সে পবিত্র কুরআন শরিফ পড়তে পেরে আবেগ আপ্লুত বয়স্করা
রবিবার, ২৭ অক্টোবর ২০১৯



পবিত্র কুরআনুল কারীম শিক্ষা গ্রহণের ছবি
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- মসজিদ কমিটির উদ্যোগে স্বল্প সময়ে ও বিনামূল্যে বয়স্কদের পবিত্র কুরআনুল কারীম শিক্ষার্জনের ব্যবস্থার কার্যক্রম শুরু করার দুই মাসের মধ্যেই ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ্য পবিত্র কুরআনুল কারীম গ্রহনের জন্য গ্রন্থ্যটি হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন বয়স্করা। ফরিদপুরের ভাঙ্গায় চুমুরদী ইউনিয়নের চুমুরদী পুরাতন হাটখোলা বাজার জামে মসজিদে বিগত প্রায় দুইমাস যাবৎ এ শিক্ষা কার্যক্রম চলছে বলে জানিয়েছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ডাঃ ওবায়দুর রহমান। তিনি আরও বলেন, ২০ জনের মধ্যে আমি, ৭৫ বছর বয়সী মোঃ ওহাব মুন্সি, ৭০ বছর বয়সী ডাঃ আবেদ আলী সহ মোঃ জহুর আলী, মোঃ মাসুদ ফকির, মোঃ আনোয়ার ফকির, জাহিদ শেখ, কাজী রুবেল, মোঃ কালাচান, মোঃ আমানউল্লাহ এই দশজন গতকাল থেকে পবিত্র কুরআনুল কারীম হাতে নিয়ে শিক্ষা গ্রহণ শুরু করেছি। বয়স্করা খুশিতে আবেগ আপ্লুত কান্না বিজড়িত কন্ঠে জানান, মসজিদ কমিটির উদ্যোক্তাদের নিকট আমরা কৃতজ্ঞ। এ বয়সে এসে আমরা সবাই পবিত্র কুরআন শিক্ষা গ্রহন করতে পেরে আত্বতৃপ্তি অনুভব করছি। ভাঙ্গা দাড়িয়ার মাঠ মাদ্রাসার মোহাদ্দিস ও মসজিদের ইমাম মাওলানা আবুল হাসানের মাধ্যমে শিক্ষার কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১২:৩০   ৭৯৩ বার পঠিত   #  #  #  #  #