রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
সমাপ্তি হলো জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স ২০১৯ এর আসর
Home Page » খেলা » সমাপ্তি হলো জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স ২০১৯ এর আসরবঙ্গ-নিউজঃশেষ হলো জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স ২০১৯ এর আসর। দুই দিন ব্যাপী অনুষ্ঠিত এবারের আসরে হয়েছে ৭টি নতুন জাতীয় রেকর্ড। যার ৪টিই হয়েছে শেষ দিনে।
৩৮ টি ইভেন্টের খেলা হয় এবারের জুনিয়র অ্যাথলেটিক্সে। যেখানে সর্বাধিক পদক নিয়ে চ্যাম্পিয়ন হয় বিকেএসপি। প্রথম দিন হয় নতুন তিনটি জাতীয় রেকর্ড। হাই জাম্পে বিকেএসপি জিহান ও জান্নাতুল ভাঙ্গেন আগের রেকর্ড। এছাড়া, প্রথম দিন ১০০ মিটার দৌড়ে ১২ দশমিক দশ সেকেন্ড নিয়ে সোনিয়া আক্তার হন দেশের দ্রুততম কিশোরী।
আর, দ্রুততম কিশোর হন খুলনার সামিউল ইসলাম। দ্বিতীয় দিনে ভাঙ্গে নতুন ৪টি রেকর্ড। যার ৩টিই এসেছে কিশোরদের ডিসকাস থ্রো ইভেন্টে। দেশের কিশোর-কিশোরীদের অ্যাথলেটিক্সে পাইপলাইন সমৃদ্ধ করতে নিয়মিত আয়োজন করা হচ্ছে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা।
বাংলাদেশ সময়: ১:০০:২৯ ১০৯১ বার পঠিত # #জাতীয় #জাতীয় রেকর্ড #জুনিয়র অ্যাথলেটিক্স