শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ভাঙ্গায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home Page » প্রথমপাতা » কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ভাঙ্গায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ শ্লোগান নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে ভাঙ্গা লোকাল থানা ও ভাঙ্গা হাই-ওয়ে থানায় এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ভাঙ্গা লোকাল থানা চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নোমান আহমেদ।
পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আমরা সকলের সহযোগিতায় এই এলাকাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। এর মাধ্যমে আমরা, যে মাদক সেবী আছে তাকে বুঝিয়ে মাদক সেবন থেকে দূরে রাখতে পারব। এসময় মাদক, জঙ্গি, সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লক্ষে সকলের সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান মিরন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরিফ ও হাজী সোবাহান মুন্সি, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক ইসমাইল মুন্সি সহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা দেশ ও জনতার সার্বিক উন্নয়নের লক্ষে সড়ক দূর্ঘটনা রোধ, মাদক, জঙ্গি, সন্ত্রাসমুক্ত দেশ গড়া প্রভৃতির লক্ষে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।
এর আগে ভাঙ্গা হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে হাই-ওয়ে থানায় একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৪:২৫:১১ ৭৬২ বার পঠিত #অতিরিক্ত পুলিশ সুপার #কমিউনিটি পুলিশিং ডে #ফরিদপুর #ভাঙ্গা #র্যালি ও আলোচনা সভা