শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯

ভাঙ্গায় ইয়াবাসহ মহিলা ব্যবসায়ী আটক

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ইয়াবাসহ মহিলা ব্যবসায়ী আটক
শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামের কালাচান শেখের মেয়ে অফিলা ওরফে কোকিলার (৪০) পরিহীত পোষাকের ভেতর থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশী চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আজিজ। এবিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান সমকালকে বলেন, আটককৃত মহিলা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উপজেলার আলগী ইউনিয়নের আরামবাগ চরকান্দা গ্রামের মাসুদ মুন্সির মুদি দোকানের সম্মুখে দাড়িয়ে মাদক সরবরাহ করছে এমন সংবাদের ভিত্তিতে দ্রুত ফোর্স পাঠিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। এব্যাপারে মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১২:০৯   ৩৩৯৯ বার পঠিত   #  #  #  #  #