শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
ভাঙ্গায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারসাব্বির হোসেন সোহাগ, ভাংগা (ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বড় মুচকুরনী গ্রামের হাকিম শেখের পুত্র শাহিন শেখের (২২) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বাড়ীর দক্ষিণ পার্শ¦বর্তী আম গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে শুক্রবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান। তিনি আরও জানান, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৩৯:১৯ ৯২৪ বার পঠিত #ঝুলন্ত অবস্থায় লাশ #ফরিদপুর #ভাংগা #লাশ উদ্ধার