বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
জাককানইবি তে সংস্কৃত নাট্য ‘মুদ্রারাক্ষস’ মঞ্চস্থ
Home Page » বিনোদন » জাককানইবি তে সংস্কৃত নাট্য ‘মুদ্রারাক্ষস’ মঞ্চস্থসৌরভ বর্মন গৌতম জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে আজ ২৪ অক্টোবর সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে স্টুডিও থিয়েটার হলে ২০১৭-১৮ শিক্ষাবর্ষেরর শিক্ষার্থীদের পরিবেশনায় মঞ্চস্থ হলো নাটক মুদ্রারাক্ষস। নাটকটির নির্দেশনা দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মামুন রেজা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান,ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান সাকার মুস্তফা,থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ইসমতআরা ভুঁইয়া ইলা এবং বিভাগের শিক্ষক মন্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন। নাটকের নির্দেশক সৈয়দ মামুন রেজা বলেন,মুদ্রারাক্ষস নাটকটি প্রদর্শনের মাধ্যমে সবার কাছে আমরা এই বার্তাটি পৌঁছাতে চাচ্ছি যে বিশ্বে মানুষে মানুষে হানাহানি,সংঘর্স,হত্যা,গণহত্যা এগুলোর যেন শেষ হয়।
আর রাজনীতিতে কৌশল,জ্ঞান,সমোজতার মাধ্যমে যে যার মতো করে লক্ষে পৌঁছাক,হত্যা,সংঘর্স নয়।তিনি নাট্যকার বিশাখদত্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।সংস্কৃত কবি বিশাখদত্ত দ্বারা রচিত একটি ঐতিহাসিক নাটক বিশেষ। জটিল রাজনৈতিক ও কূটনৈতিক কৌশলের মধ্যে দিয়ে মৌর্য্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য্যের রাজনৈতিক উত্থান এই নাটকের মূল উপজীব্য। আগামীকাল ২৫ শে অক্টবর একই স্থানে নাটকটি দ্বিতীয় বারের মতো মঞ্চস্থ হবে।
বাংলাদেশ সময়: ২২:৩৩:২৬ ৭৬৩ বার পঠিত # #জাককানইবি #নাট্য #মঞ্চস্থ #মুদ্রারাক্ষস #সংস্কৃত