রবিবার, ২০ অক্টোবর ২০১৯

রাজীবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা

Home Page » প্রথমপাতা » রাজীবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা
রবিবার, ২০ অক্টোবর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃসন্ত্রাসবাদ, দখলদারিত্ব এবং চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ওয়ার্ড কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করবে র‍্যাব।

বোরবার (২০ অক্টোবর) সকালে বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি জানিয়েছেন র‍্যাব-১ এর সিও লে. কর্নেল সারোয়ার বিন কাশেম।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) রাত একটায় বসুন্ধরায় রাজীবের বন্ধুর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাজীবকে নিয়েই তার নিজ বাসা এবং কাউন্সিলর কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব। সেখানে অবশ্য ৫ কোটি টাকার একটি চেক ছাড়া কিছুই পায়নি সংস্থাটি।

তবে বসুন্ধরায় তার বন্ধুর বাসা থেকে ৭টি বিদেশি মদের বোতল, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি উদ্ধার করে র‍্যাব। এসবের ওপর ভিত্তি করেই ডিএমপির ভাটারা থানায় অস্ত্র ও মাদক আইনে দুইটি মামলা করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ৮:৪১:৫৪   ৫৭৮ বার পঠিত   #  #  #  #  #