বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯

আইনের বাইরে যাবেন না: ইউজিসিকে প্রধানমন্ত্রী

Home Page » এক্সক্লুসিভ » আইনের বাইরে যাবেন না: ইউজিসিকে প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর তদারকিতে কঠোরভাবে নিয়মকানুন অনুসরণ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইনের বাইরে যাবেন না এবং বিশ্ববিদ্যালয়গুলোর তদারকির ক্ষেত্রে নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করুন।

বৃহস্পতিবার চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে ইউজিসির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজগুলোর প্রতিও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী বলেন প্রেস সচিব।

প্রধানমন্ত্রী বলেন, ইউজিসি একটি আইন তৈরির মাধ্যমে শক্তিশালী করা হবে, ফলে এর সক্ষমতাও অনেকাংশে বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫০:০৪   ৫৭০ বার পঠিত