বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
মধ্যনগরের সীমান্ত এলাকায় কুখ্যাত ইয়াবা ব্যাবসায়ী গ্রেফতার
Home Page » সারাদেশ » মধ্যনগরের সীমান্ত এলাকায় কুখ্যাত ইয়াবা ব্যাবসায়ী গ্রেফতারসুনামগঞ্জের মধ্যনগর থানার বুধবার দুপুরে বাবুল মিয়া(৪০) নামে এক ইয়াবা কারবারিকে আটক করেছে ২৮ বর্ডার গার্ড (বিজিবি)’র সদস্যরা।পরে তাকে মধ্যনগর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ইয়াবা ব্যবসায়ী বাবুল মিয়া মধ্যনগর থানার বংশীকুন্ডা (উঃ) ইউনিয়নের কার্তিকপুর গ্রামের রমজান আলীর ছেলে।
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বাংলাদেশ সুনামগঞ্জ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেল জানায়, ব্যাটালিয়নের মধ্যনগর থানার মাটিরাবন বিওপির বিজিবি টহল বুধবার সকালে সীমান্তগ্রাম গোলগাঁও এলাকা হতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ বাবুলকে আটক করেন।
বাংলাদেশ সময়: ৮:৪৭:১৩ ৭২৬ বার পঠিত