বুধবার, ১৬ অক্টোবর ২০১৯

সিপিএল শেষে দেশে ফিরেছেন সাকিব

Home Page » ক্রিকেট » সিপিএল শেষে দেশে ফিরেছেন সাকিব
বুধবার, ১৬ অক্টোবর ২০১৯



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ(সিপিএল) খেলে দেশে ফিরেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল মঙ্গলবার রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি।

দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাকিব জানান, ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের অভিজ্ঞতা আসন্ন ভারত সফরে কাজে লাগবে।

সিপিএলে গায়না অ্যামাজনকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় সাকিবের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে খুশি নন বিশ্বসেরা এই অলরাউন্ডারসাকিব। এ ব্যাপারে তিনি বলেন, দলগত নৈপূণ্যের কারণেই সিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে তার দল। তবে দল চ্যাম্পিয়ান হলেও নিজের পারফরম্যান্সে পুরোপুরি খুশি না।

উল্লেখ্য, সিপিএলে বার্বাডোজের হয়ে ৬ ম্যাচ খেলে ১৮.৫ গরে ১১১ রান করেছেন সাকিব। আর বল হাতে ৪ উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩:১১:০৯   ৪৫৪ বার পঠিত