বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
বাস-ট্রাকের মাঝে চাপা পড়লেন নারী
Home Page » প্রথমপাতা » বাস-ট্রাকের মাঝে চাপা পড়লেন নারী
বঙ্গ-নিউজঃ সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই-তিনজন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের নলকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জেলা শহর থেকে একটি লোকাল বাস নলকা মোড়ে ওঠার সময় বিপরীতমুখী ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে নিহত হন অজ্ঞাতপরিচয় এক পথচারী নারী। দুর্ঘটনায় আহত হন আরও দুই-তিনজন যাত্রী।
পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, পুলিশ যানবাহন দু’টি আটক করলেও পালিয়ে গেছেন এর চালক ও হেলপাররা।