বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
ভেজাল মুক্ত খাদ্য বিক্রির আহ্বানে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
Home Page » মুক্তমত » ভেজাল মুক্ত খাদ্য বিক্রির আহ্বানে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধনবঙ্গ-নিউজঃ সরকারের নিকট নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন দাবি ও ব্যবসায়ীদের নিকট ভেজাল মুক্ত খাদ্য বিক্রির আহবান জানিয়ে বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে খাদ্য অধিকার বাংলাদেশ’র জেলা শাখা।
সকালে ১১টার দিকে শহরের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি এ.কে.এম বাবুল হক।
বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, রাজনীতিবিদ কমরেড নজরুল ইসলাম, সাংবাদিক মো. আবুল হাসনাত অপু, ব্যবসায়ী মো. হুমায়ুন, ব্যবসায়ী মো. রাহিম মিয়া, ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১২:৫৩:২০ ৪৪২ বার পঠিত