মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
কুষ্টিয়ায় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
Home Page » প্রথমপাতা » কুষ্টিয়ায় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১বঙ্গ-নিউজঃকুষ্টিয়ায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ লাল চাঁন বিশ্বাস (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর মাঠপাড়া গ্রামস্থ বায়তুল আমান জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লাল চাঁন বিশ্বাস কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর এলাকার ফরাজত বিশ্বাসের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে লাল চাঁন বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এ সময় ব্যাগের মধ্য থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৩৩:২০ ৫০১ বার পঠিত