মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯

অটোর প্রতিযোগিতায় প্রাণ গেল দুইজনের

Home Page » প্রথমপাতা » অটোর প্রতিযোগিতায় প্রাণ গেল দুইজনের
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  চট্টগ্রামের আনোয়ারায় ওভারটেক করার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ঝিওরী চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন পটিয়ার সুভাশ কান্তি এবং অপরজনের নাম জানা যায়নি। আহতরা হলেন চাঁদপুরের কচুয়ার তোফাজ্জল হোসেনের ছেলে কাউছার আলম, পটিয়ার কোলাগাঁওয়ের জাফর আহমদের স্ত্রী আমেনা খাতুন ও মেয়ে রিনা আকতার। তবে আহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, সকালে বাঁশখালীগামী একটি কাভার্ডভ্যানকে দুইটি অটোরিকশা ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ ঘটে।

তিনি আরো জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২১:৫১   ৬৭০ বার পঠিত   #  #  #  #  #