সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
জবির বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
Home Page » প্রথমপাতা » জবির বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বঙ্গ-নিউজঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের লিখিত ভর্তি পরীক্ষার বাণিজ্য শাখার (ইউনিট-৩) ফল প্রকাশ হয়েছে। রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত মোট ৬১০টি আসনের বিপরীতে ১৯ হাজার ৪৯১ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। মেধানুসারে স্থান ও প্রাপ্ত স্কোর উল্লেখ করে ফল প্রকাশ করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।
এ ছাড়াও ফলাফলে ৬১০ পরীক্ষার্থীর মেধা ও পছন্দক্রম অনুযায়ী রোল নম্বরের পাশে বরাদ্দকৃত বিভাগ উল্লেখ করা হয়েছে। তারা বরাদ্দকৃত বিভাগে ভর্তি হতে পবেন। ভর্তির বিস্তারিত সময়সূচি শিগগির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য শাখার (ইউনিট-৩) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১:১৭:১৬ ৪৯৯ বার পঠিত