সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
বিয়ের ১১ দিনের মাথায় স্ত্রীকে তালাক, শাশুড়িকে বিয়ে
Home Page » এক্সক্লুসিভ » বিয়ের ১১ দিনের মাথায় স্ত্রীকে তালাক, শাশুড়িকে বিয়ে
বঙ্গ-নিউজঃ মাত্র এগারো দিন আগে ধুমধাম করে বিয়ে হয়েছিল মেয়েটির। এক সপ্তাহ শ্বশুরবাড়িতেও ছিলেন। সঙ্গে গিয়েছিলেন তার মা-ও। গত শুক্রবার মেয়েটি তার বাবার বাড়িতে আসার পরদিনই তালাক দেন তার স্বামী। মেয়েটিকে তালাক দিয়ে তার শ্বাশুড়িকে(মেয়ের মা) বিয়ে করেন তিনি। তাদের এমন কাণ্ডে অবশ্য এলাকাবাসীর হাতে মারধরও খেতে হয়েছে।
গত শনিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কড়িয়াটা গ্রামে এ ঘটনা ঘটে। মেয়ের পরিবার ও এলাকাবাসীর সম্মতিতে বিয়ে হলেও ক্ষুব্ধ একদল গ্রামবাসী উত্তেজিত হয়ে মারধর করেন জামাতা-শাশুড়িকে।
করিআটা গ্রামের বাসিন্দা এবং হাদিরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম জানান, ধনবাড়ী উপজেলার হাজরাবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে মোনছের আলী (৩২) গত ২ অক্টোবর গোপালপুর উপজেলার কড়িয়াটা গ্রামের এক তরুণীকে (১৯) বিয়ে করেন। বিয়ের পরদিন মোনছেরের শ্বাশুড়ি (৪০) মেয়ের বাড়ি বেড়াতে যান এবং সেখানে মেয়ের সঙ্গে এক সপ্তাহ অবস্থান করেন। এর পর গত শুক্রবার মেয়ে ও জামাইসহ বাড়ি ফেরেন। পরেরদিন সকালে মোনছেরের স্ত্রী বরের সঙ্গে সংসার করবেন না বলে পরিবারের সদস্যদের জানান। এতে পারিবারিক কলহ শুরু হয়।
তখন শাশুড়ি বলেন, ‘মেয়ে সংসার না করলে তিনি নতুন জামাতার সংসার করবেন।’
নজরুল বলেন, ‘এ অবস্থায় মোনছেরের শ্বশুর গ্রামের সালিশ ডাকেন। হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা সালিশি বৈঠকে বসেন। বৈঠকে মোনছের আলী ও তার শাশুড়িকে মারধর করা হয়। এর পর পরিবারের সবার সম্মতিতে মোনছেরের শ্বশুর প্রথমে স্ত্রীকে তালাক দেন। এর পর মোনছের আলী তার নবপরিণীতা স্ত্রীকে তালাক দেন। এর পর একই অনুষ্ঠানে সবার উপস্থিতিতে মোনছের আলীর সঙ্গে তার শাশুড়ির এক লাখ টাকা কাবিনে বিয়ে হয়।’
হাদিরা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী জিনাত এ বিয়ের কাজ সম্পন্ন করেন। তিনি বলেন, ‘ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রাম্য মাতব্বর এবং ওই পরিবারের সকল সদস্যের সম্মতিতে দুটি তালাক এবং একটি বিবাহের কাজ একই অনুষ্ঠানে সম্পাদন করা হয়।’
ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ‘পুরো কাজটি হয়েছে ওই পরিবারের সম্মতিতে। তবে এর আগে গ্রামবাসীদের উপস্থিতিতে মোনছের ও তার শাশুড়িকে (পরে স্ত্রী) মারধর করা হয়।
ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার বলেন, ‘এই বিয়ের খবরে ক্ষুব্ধ গ্রামবাসী বাড়ি ঘেরাও করে তাদের দুজনকে মারধর শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরিবারের সকলের সম্মতির বিষয়টি নিশ্চিত হয়ে বিয়েতে সম্মতি দেন।
বাংলাদেশ সময়: ১:০২:০২ ৫৬৬ বার পঠিত # #টাঙ্গাইল