সোমবার, ১৪ অক্টোবর ২০১৯

আজ ইসলামী আন্দোলনের দেশব্যাপী বিক্ষোভ

Home Page » প্রথমপাতা » আজ ইসলামী আন্দোলনের দেশব্যাপী বিক্ষোভ
সোমবার, ১৪ অক্টোবর ২০১৯



ফাইল ছবিবঙ্গ-নিউজঃ ভারতের সাথে সম্প্রতি সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তি বাতিলের দাবিতে আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসব চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী আখ্যায়িত করে এই কর্মসূচি দিয়েছে দলটি।
দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম কর্মসূচি সফলের আহ্বান জানিয়েছেন।
ইসলামী আন্দোলনের বিজ্ঞপ্তিতে মুফতি রেজাউল করিম বলেছেন, ভারতের সাথে আগের অনেক অমীমাংসিত সমস্যার সমাধান না করে নতুন সাতটি চুক্তি করে বর্তমান সরকার জাতীয় স্বার্থবিরোধী কাজ করেছে। অবিলম্বে এ সব চুক্তি বাতিল করতে হবে।
তিনি বলেন, তিস্তা সমস্যার সমাধান করতে হবে। ফারাক্কা সমস্যার সমাধান না করে ফেনী নদীর পানি কোনোক্রমেই ভারতকে দেয়া যাবে না। ভারত সীমান্তে আমাদের দেশের নাগরিকদের ধরে নিয়ে হত্যা করে তারকাঁটায় লাশ ঝুলিয়ে রাখে। র্যাবের তিনজন সদস্যকে বিএসএফ ধরে নিয়ে নির্যাতন করে বাংলাদেশকে ও দেশের পতাকাকে অবমাননা করেছে। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে কোনোভাবেই সহ্য করার মতো নয়।
দীন প্রতিষ্ঠায় সুধীজনদের এগিয়ে আসতে হবে : এ দিকে ইসলামী আন্দোলন এবং সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে নেতাকর্মীদের পাশাপাশি সুধীজনকেও এগিয়ে আসতে হবে। গতকাল দলের ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে সূধীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ। বক্তব্য রাখেন মুফতি ওয়ালীউল্লাহ, আলহাজ আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:৪৯:৫৪   ৬০২ বার পঠিত