রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
রিফাত হত্যা মামলা: আত্মসমর্পণ করলো আরেক আসামি
Home Page » প্রথমপাতা » রিফাত হত্যা মামলা: আত্মসমর্পণ করলো আরেক আসামিবঙ্গ-নিউজঃ বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার পলাতক শিশু আসামি রাকিবুল হাসান নিয়ামত আদালতে আত্মসমর্পণ করেছে। রোববার সকাল ১০টার দিকে সে বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে।
আদালত রাকিবুলের জামিন আবেদন শুনানির জন্য শিশু আদালতে পাঠায়। পরে দুপুর ১টার দিকে বরগুনা নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন।
এ মামলায় এখন পর্যন্ত শিশু আসামি নাইম ও মুসা পলাতক রয়েছে।
এর আগে গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় রিফাত শরীফকে। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন তিনি মারা যান।
এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২১:১৭:৩৫ ৪৭৯ বার পঠিত