রবিবার, ১৩ অক্টোবর ২০১৯

যশোর কেশবপুরে ডেঙ্গুতে মায়ের মৃত্যু, মেয়ে হাসপাতালে

Home Page » প্রথমপাতা » যশোর কেশবপুরে ডেঙ্গুতে মায়ের মৃত্যু, মেয়ে হাসপাতালে
রবিবার, ১৩ অক্টোবর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ যশোরের কেশবপুরে রবিবার সকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহরের স্বর্ণপট্টির বাসিন্দা আনন্দ ঘোষের স্ত্রী সাগরিকার (৪০) মৃত্যু হয়েছে। একই রোগে আক্রান্ত হয়ে তার মেয়ে সস্তিকা (১২) হাসপাতালে ভর্তি হয়েছে।আনন্দ ঘোষের দাদা অসিম ঘোষ বলেন, তার ভাইয়ের স্ত্রী সাগরিকা গত ১০ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হলে রাতে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রবিবার সকালে সে মারা যায়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার মেয়ে সস্তিকা (১২) যশোর সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাকার হারুন-অর-রশীদ বলেন, গত ২৪ ঘণ্টায় ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে যশোরের সিভিল সার্জন ডাক্তার দিলীপ রায় বলেন, যশোরের মধ্যে কেশবপুর সবচেয়ে ডেঙ্গু প্রবণ এলাকা। গত ৫ অক্টোবর স্বর্ণপট্টিতে স্বজল সিংহ (৩৩) নামে আরো এক যুবকের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:০০   ৬৭৪ বার পঠিত   #  #  #  #  #