রবিবার, ১৩ অক্টোবর ২০১৯

ফেনসিডিলসহ গ্রেফতার দুই

Home Page » প্রথমপাতা » ফেনসিডিলসহ গ্রেফতার দুই
রবিবার, ১৩ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  মাদক পাচারের সময় বিশেষ অভিযান চালিয়ে ৫৮৫ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। তাদের নাম- হারুন অর রশিদ ওরফে হানিফ উদ্দিন (৪০) ও মোতালেব হোসেন (৩৫)।

রোববার সকালে আশুলিয়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যে আশুলিয়ার বাইপাল মোড়ে অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় পিকআপ থেকে ৫৮৫ বোতল ফেনসিডিল, ১০০ কাঁদি কলা, ৩টি মোবাইল ফোন, ২৩ হাজার ৭৭০ টাকা ও ২টি চেক বই উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা জানায়, দীর্ঘদিন ধরে সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেনসিডিল এনে রাজধানী ও আশপাশের এলাকায় বিক্রি করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৪৯   ৪৯৪ বার পঠিত