রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
বান্দরবানের আলীকদমে চান্দের গাড়ি উল্টে ২ পর্যটক নিহত
Home Page » প্রথমপাতা » বান্দরবানের আলীকদমে চান্দের গাড়ি উল্টে ২ পর্যটক নিহতবঙ্গ-নিউজঃ বান্দরবানের আলীকদম উপজেলায় পর্যটকবাহী চান্দের গাড়ি উল্টে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার দুপুরে আলীকদম-থানচি সড়কের ১৫ কিলো নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ দিদারুল ইসলাম (৩০) ও আবু তাহের (৩২)। তারা উভয়েই কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং এলাকার বাসিন্দা।
সূত্র জানায়, থানছি উপজেলা থেকে পর্যটকবোঝাই একটি চান্দের গাড়ি আলীকদম যাচ্ছিল। এ সময় গাড়িটি সড়কের ১৫ কিলো এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান এবং ১০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর গাড়িচালক ও সহকারী পালিয়ে গেছেন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:৩০:১২ ৪৩২ বার পঠিত