রবিবার, ১৩ অক্টোবর ২০১৯

রাজধানীতে ২ ভুয়া ডিবি সদস্য আটক

Home Page » প্রথমপাতা » রাজধানীতে ২ ভুয়া ডিবি সদস্য আটক
রবিবার, ১৩ অক্টোবর ২০১৯



বঙ্গ-নিউজঃ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দুই ভুয়া ডিবি সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-২।

আটকরা হলেন- ইরমান সুমন ও আলী আকবর।

রোববার (১৩ অক্টোবর) র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন ফারুকী বলেন, মোহাম্মদপুর এলাকায় অনেক দিন ধরে এই দুই ভুয়া ডিবি সদস্য নানা অপকর্ম করে আসছিল। এ সংক্রান্ত কয়েকটি অভিযোগও আসে আমাদের কাছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:২৩:৪০   ৫৫৫ বার পঠিত   #  #  #  #