রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
পিরোজপুরে জেলের হামলায় আরেক জেলে নিহত
Home Page » প্রথমপাতা » পিরোজপুরে জেলের হামলায় আরেক জেলে নিহতবঙ্গ-নিউজঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ার উপজেলার ভিটাবাড়িয়ায় পোনা নদীতে জাল পাতা নিয়ে বিরোধে জেলের পিটুনীতে রফিকুল ইসলাম হাওলাদার (২৩) নামে এক জেলে নিহত হয়েছেন।
নিহত জেলে রফিকুল হাওলাদার উপজেলার লক্ষিপুরা মহল্লার মোতালেব হাওলাদারের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া উপজেলার লক্ষিপুরা মহল্লার জেলে রফিকুল হাওলাদার শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ভাণ্ডারিয়া শহর সংলগ্ন পোনা নদীতে চরগড়া জাল দিয়ে মাছ শিকার করতে যান। এসময় একই গ্রামের আব্দুল খালেক মুন্সীর ছেলে জেলে আব্দুল মন্নান মুন্সী একই স্থানে জাল চরগড়া দিতে চায়। এ নিয়ে দুই জেলের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে মন্নান মুন্সী জেলে রফিকুল ইসলামকে বৈঠা দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে নৌকা হতে পানিতে ফেলে দেয়। এসময় সে নদীতে ডুবে যায়।
সংবাদ পেয়ে থানা পুলিশ, বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী দল অভিযান চালিয়ে শুক্রবার রাত দশটার পরে নদী থেকে নিহত জেলের লাশ উদ্ধার করে।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরাফত আলী তুহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১০ জনের একটি ডুবুরী দল নদীতে অভিযান চালিয়ে নিখোঁজের চারঘণ্টা পর রাত দশটার দিকে ওই জেলের লাশ উদ্ধার করে ভাণ্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে জানান, নিহত জেলের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মোতালেব হাওলাদার বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলার আসামী মন্নান মুন্সীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১২:১৭:৪১ ৪২৯ বার পঠিত # #নিহত #পিরোজপুর জেলে