রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
শরীয়তপুরে ইলিশ ধরায় ২৭ জেলের জেল-জরিমানা
Home Page » প্রথমপাতা » শরীয়তপুরে ইলিশ ধরায় ২৭ জেলের জেল-জরিমানাবঙ্গ-নিউজঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ ও গোসাইরহাটে ইলিশ ধরায় ২৭ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে ছয়জনকে এক বছর, ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও সাতজনকে জরিমানা করা হয়েছে।
এক বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- খলিল হাওলাদার, খবির হাওলাদার, মো. শফিক, মো. ইয়াসিন, আলমগীর হোসেন, মো. উজ্জল।
শনিবার সন্ধ্যায় ভেদরগঞ্জের ইউএনও সাব্বির আহম্মেদ ও গোসাইরহাটের ইউএনও মো. আলমগীর হোসাইন এ আদেশ দেন।
এর আগে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও দুটি ট্রলার উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১:০৭:৩৬ ৪৮০ বার পঠিত # #ইলিশ #জেল-জরিমানা #মৎস্য বিভাগ