শনিবার, ১২ অক্টোবর ২০১৯
আন্দোলন শিথিল, বুয়েটে ভর্তি পরীক্ষা হবে
Home Page » আজকের সকল পত্রিকা » আন্দোলন শিথিল, বুয়েটে ভর্তি পরীক্ষা হবেবঙ্গ-নিউজঃ বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য ১৩ ও ১৪ অক্টোবর কর্মসূচি না রাখার সিদ্ধান্ত নিয়েছেন আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর টানা আন্দোলনে থাকা শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে বুয়েটের শহীদ মিনারে আন্দোলনকারীদের সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনকারীদের এক প্রতিনিধি সাংবাদিকদের বলেন, ১৩ ও ১৪ তারিখ ভর্তি পরীক্ষা উপলক্ষে আন্দোলন শিথিল করছি। ভর্তিচ্ছু ১২ হাজার পরীক্ষার্থী এবং অভিভাবকদের এই সময় সর্বোচ্চ সহায়তা দেব।
তিনি বলেন, আমরা আন্দোলন তুলে নিচ্ছি না, শিথিল করছি।
এ সময় ১৪ অক্টোবর বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে সকালে সহপাঠী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর আন্দোলনে ফুঁসে ওঠা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইদুর রহমান সাক্ষারিত দাবি মানার পৃথক পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
তার আগে শুক্রবার বিকেলে বৈঠকে উপাচার্য সাইফুল ইসলাম অধিকাংশ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৬:০২:১১ ৫৭৬ বার পঠিত # #আন্দোলন #আবরার ফাহাদ #আবরার হত্যা #বুয়েট #বুয়েটে ভর্তি পরীক্ষা