শনিবার, ১২ অক্টোবর ২০১৯
সাঈফের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৩২২
Home Page » ক্রিকেট » সাঈফের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৩২২
বঙ্গ-নিউজঃ কলম্বোয় সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৩২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সেঞ্চুরি করেছেন সাঈফ হাসান।
শনিবার (১২ অক্টোবর) প্রেমদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনারের ১২০ রানের জুটিতে উড়ন্ত সূচনা পায় টাইগার যুবারা।
শুরু থেকেই দারুণ খেলতে থাকা নাঈম শেখ আউট হন ব্যক্তিগত ৬৬ রানের মাথায়। তাও স্বাভাবিকভাবে নয়। ফিল্ডিংয়ে বাধা দেয়ার অভিযোগে আউট দেয়া হয় নাঈমকে। নাঈম ফিরে গেলেও লিস্ট এ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিতে কোনো ভুল করেননি সাঈফ। লঙ্কান বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে ১১০ বলে ১১৭ রান করেন তিনি। ইনিংসের ৪২তম ওভারে আউট হওয়ার ১২টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান সাঈফ।
এ দুইজন ব্যতীত আর কেউই পঞ্চাশ পেরোতে পারেননি। ফলে আশানুরূপ সংগ্রহ পায়নি বাংলাদেশ। সাঈফ আউট হওয়ার আগে ৪১ ওভারেই ২৫৫ রান করে ফেলেছিল এ দল। কিন্তু এরপর শেষের ৯ ওভারে আসে মাত্র ৬৭ রান। ফলে ৩২২ রানের বেশি হয়নি দলের সংগ্রহ।
বাংলাদেশ সময়: ১৫:৩৭:৫০ ৪৭৭ বার পঠিত # #বাংলাদেশ দল #শ্রীলঙ্কা দল #সাঈফ হাসান #সেঞ্চুরি