শনিবার, ১২ অক্টোবর ২০১৯
শ্রীপুরে যুবকের মরদেহ উদ্ধার
Home Page » প্রথমপাতা » শ্রীপুরে যুবকের মরদেহ উদ্ধারবঙ্গ-নিউজঃ শনিবার (১২ অক্টোবর) ভোরে পৌর এলাকার ১নং ওয়ার্ড শ্রীপুর হতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোখলেছুর রহমান (২৫) স্থানীয় সিরাজ উদ্দিন বয়াতির ছেলে।
স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) আলাল উদ্দিন জানান, গত দুই বছর আগে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এরপর থেকে নিঃসঙ্গ অবস্থায় জীবন কাটাতো মোখলেছ। গতকাল রাতে পরিবারের সবাই ঘুমিয়ে গেলে নিজের ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে স্বজনরা তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১০:২৯:০৭ ৫৪১ বার পঠিত