শনিবার, ১২ অক্টোবর ২০১৯
মোটরসাইকেলে ইজিবাইকের ধাক্কায় শিশুসহ নিহত ২
Home Page » প্রথমপাতা » মোটরসাইকেলে ইজিবাইকের ধাক্কায় শিশুসহ নিহত ২বঙ্গ-নিউজঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে ইজিবাইকের ধাক্কায় এক শিশুসহ দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এক বছর বয়সের নিহত ফারিরা আক্তার মীম ও অপর ব্যক্তি ২২ বছরের রিয়াদ আহমেদ। ওই ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।
১১ অক্টোবর, শুক্রবার রাতে মাদারগঞ্জ-জামালপুর মহাসড়কের মিলন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাদারগঞ্জ থানা ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহত শিশু মীম মাদারগঞ্জ উপজেলার ঘুনারিতলা ইউনিয়নের উত্তর জোড়খালী গ্রামের মহির উদ্দিনের মেয়ে ও রিয়াদ আহমেদ ওই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে।
এ বিষয়ে ওসি মো. রফিকুল ইসলাম জানান, মাদারগঞ্জ থেকে মোটরসাইকেলে শিশুসহ তিনজন জামালপুরে যাচ্ছিলেন। মিলন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ইজিবাইক তাদের ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা শিশু মীমের ঘটনারস্থলে মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন আরো সাতজন।
তিনি আরো জানান, এরপর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে অবস্থা অবনতি দেখে তাদের জামালপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে যাওয়ার পথে রিয়াতের মৃত্যু হয়। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৩৪:২৪ ৪৭৬ বার পঠিত # #জামালপুর #নিহত #সড়ক দুর্ঘটনা