শনিবার, ১২ অক্টোবর ২০১৯

হুমায়রা সুবহার নায়িকা হওয়া সেই স্বপ্নপূরণ এখন কেবলই সময়ের অপেক্ষা

Home Page » এক্সক্লুসিভ » হুমায়রা সুবহার নায়িকা হওয়া সেই স্বপ্নপূরণ এখন কেবলই সময়ের অপেক্ষা
শনিবার, ১২ অক্টোবর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ মনের মধ্যে কী লেখা? যার মন সে কি জানে! তবু সবার মনে থাকে কিছু না কিছু লেখা। ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, নায়িকা হবেন। আলো ছড়াবেন রুপালি পর্দায়।

হুমায়রা সুবহার সেই স্বপ্নপূরণ এখন কেবলই সময়ের অপেক্ষা। খুব শিগগির তাঁকে নায়িকা হিসেবে দেখা যাবে। সুবাহ অভিনীত দুইটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। দেওয়ান নাজমুল পরিচালিত ‘তোরে কত ভালোবাসি’ ও মোহাম্মদ আসলামের ‘সমাধান’।

হুমায়রা সুবহার জানান, ‘তিনি নিয়মিত চলচ্চিত্রে কাজ করবেন।হুমায়রা সুবাহ বলেন, স্বপ্ন দেখি একজন দক্ষ অভিনেত্রী হবো, নামকরা নায়িকা হবো যে কিনা সুপারস্টার! চলচ্চিত্রে আমার অবস্থা শক্ত হবে। এটা অনেক কঠিন হবে। আমার মতো অনেকেই এখানে কাজ করতে আসছেন। দাঁড়াতে পারছেন খুব কম, স্বপ্ন ঝরে ফিরে যাচ্ছে। কিন্তু আমি নিজেকে লাকি মনে করছি, কারণ গায়িকা হতে এসে নায়িকা হয়ে গেলাম! আমার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে। সবার কাছে দোয়া চাই, আমি নিজেকে প্রমাণ করতে চাই।’

শাহ হুমাইরা সুবাহ মৌলিক গান দিয়ে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করেন। গেল পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিত বৈশাখী গান দিয়ে পথচলা শুরু করেন এ শিল্পী।

বাংলাদেশ সময়: ০:৪৪:৫১   ৫৭১ বার পঠিত