শনিবার, ১২ অক্টোবর ২০১৯
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বাবা অসুস্থ
Home Page » প্রথমপাতা » নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বাবা অসুস্থবঙ্গ-নিউজঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার বাবা গোলাম মোর্তজা স্বপন বুকের ডান পাশে ব্যাথা জনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০ দিকে নড়াইল শহরের মহিষখোলার বাসায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
আরও পড়ুন: খালেদা জিয়া খুবই অসুস্থ, জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা দরকার: সেলিমা ইসলাম
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু জানান, গোলাম মোর্তজা স্বপন বুকের ডান পাশের নিচের দিকে ব্যাথা অনুভব করছেন। প্রাথমিকভাবে এটা মাসল পুল জাতীয় সমস্যার কারণে এই ব্যাথা হয়েছে বলে ধারণা করছি। তবে তিনি এখন শংকামুক্ত আছেন। তারপরও উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সিএমএইচ এ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০:৩৫:৪৩ ৫০৮ বার পঠিত #অসুস্থ #নড়াইল #বাংলাদেশ ক্রিকেট দল #মাশরাফি #মাশরাফি বিন মুর্তজা