শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিল ট্রাক, নিহত ২
Home Page » প্রথমপাতা » নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিল ট্রাক, নিহত ২বঙ্গ-নিউজঃ গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এছাড়াও এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন আনোয়ারুল বাদশা (২৬)। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। তিনি স্থানীয় আরমাদা টেক্সটাইলে চাকরি করতেন। নিহত অপরজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, ঢাকাগামী একটি ট্রাক গড়গড়িয়া মাস্টারবাড়ি চৌরাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত অন্তত পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
বাংলাদেশ সময়: ১:০২:২৪ ৪৮৭ বার পঠিত # #গাজীপুর #ট্রাক #ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক #নিহত