বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
মিরপুরে ফ্ল্যাট বাসায় স্বামী-স্ত্রী-ছেলের লাশ
Home Page » প্রথমপাতা » মিরপুরে ফ্ল্যাট বাসায় স্বামী-স্ত্রী-ছেলের লাশ
বঙ্গ-নিউজঃ রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনের বি ব্লকের ৫ নম্বর লেনের ১০/১ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই ফ্ল্যাট থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। তারা হলেন- বায়োজিদ (৪০), তার স্ত্রী অঞ্জনা (৩৫) এবং তাদের ছেলে মিরপুর কমার্স কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ফারহান।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ফ্ল্যাটটি অঞ্জনার ফ্রান্সপ্রবাসী বোন রিনার। সেখানে কয়েক বছর ধরে বসবাস করে আসছিলেন তারা। বায়োজিদ বিভিন্ন পোশাক কারখানায় জিনিসপত্র সাপ্লাই দিতেন।
কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান বলেন, অঞ্জনা ও ফারহানের লাশ বিছানার ওপরে পাওয়া গেছে। বায়েজিদের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছিল। মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়। সিআইডি ক্রাইমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আলামত সংগ্রহ করবেন।
বাংলাদেশ সময়: ১৭:২৪:১০ ৬৬৩ বার পঠিত