বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
আমরা শুধু বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের কথা বলেছি
Home Page » প্রথমপাতা » আমরা শুধু বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের কথা বলেছিবঙ্গ-নিউজঃ বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার পর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের যে দাবি জানানো হয়েছিল তা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে আন্দোলনকারীরা বলেন, আমরা শুধু বুয়েট ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্ররাজনীতি বন্ধের কথা বলেছি। কিন্তু এটাকে অনেকে বলছে, আমরা নাকি ছাত্ররাজনীতি বন্ধের কথা বলছি। এটা বিভ্রান্তি ছাড়া আর কিছু না।
রোববার রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার সন্ধ্যায় রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করেছেন আবরারের বাবা বরকতুল্লাহ। তাদের মধ্যে ১৩ জনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
ওই ঘটনার পর আবরার ফাহাদ হত্যার বিচার দাবি, প্রভোস্টের পদত্যাগ, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধসহ ১০ দফা দাবি নিয়ে চার দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৫:২৪:০২ ৫৭৮ বার পঠিত