বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
৬ দিন পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু
Home Page » প্রথমপাতা » ৬ দিন পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরুবঙ্গ-নিউজঃ পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে দীর্ঘ ছয় দিন বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে নদীতে প্রচণ্ড স্রোতের বিপরীতে চলতে না পারার কারণে লঞ্চ চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রচণ্ড স্রোতে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে গত শুক্রবার থেকে নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
তিনি আরও জানান, বুধবার (৯ অক্টোবর) দুপুরে পরীক্ষামূলক লঞ্চ চলাচলের চেষ্টা করা হলেও স্রোতের কারণে স্বাভাবিক হয়নি। পরে বৃহস্পতিবার সকালে ফের পরীক্ষামূলক লঞ্চ চলাচল শুরু করা হয়। এতে লঞ্চ চলাচলে ঝুঁকি না থাকায় দুপুর থেকে ১৫টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার শুরু হয়।
পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে লঞ্চের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫:১৫:৪২ ৬৯৪ বার পঠিত