বুধবার, ৯ অক্টোবর ২০১৯

মধ্যনগরে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন

Home Page » সারাদেশ » মধ্যনগরে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন
বুধবার, ৯ অক্টোবর ২০১৯



---স্টাফ রিপোর্টার, বঙ্গ নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে  বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে মেধাবী বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে শোক র‌্যালী ও এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শোক র‌্যালীটি বংশীকুন্ডা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন শেষে প্রধান সড়কে এসে সমবেত হয় এবং শতাধিক লোকের অংশগ্রহণে মানববন্ধনে রূপ নেয়। এসময় সুনামগঞ্জ সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী মোঃ সারোয়ার আলম, ছাত্রনেতা ইনামুল গনি তালুকদার রুবেল, ঢাকা বুরহান উদ্দিন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী নজির হোসেন, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী হাসিবুল কিবরিয়া মেহেদী, ছাত্রনেতা জহির রায়হান, স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী নিহাদ গনি, রায়হান আহমেদ, মোবাশ্বির আলম, মেজবাহ আহমেদ, দীপ্ত সরকার, অঞ্জন বিশ্বাস, রিদোয়ান হাসান, সজীব, সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত সকলেই আবরার হত্যার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির  দাবী জানান।

বাংলাদেশ সময়: ২০:০৪:৩৩   ৮৬২ বার পঠিত   #