মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯

ফরিদপুরে দ্রুতগতির বাস দুর্ঘটনায় নিহত দুই

Home Page » প্রথমপাতা » ফরিদপুরে দ্রুতগতির বাস দুর্ঘটনায় নিহত দুই
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার নাগারদিয়ায় গোল্ডেন পরিবহনের একটি বাস দ্রুতগতির কারণে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পতিত হয়, এতে ঘটনাস্থলে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। আহত অন্তত ২০ জনকে ভাঙ্গা ও মুকসুদপুর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ সজিবুর রহমান।

তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ সজিবুর রহমান জানান, রাত সোয়া এগারোটার দিকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাস ওই এলাকায় দ্রুতগতির কারণে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খায়। খবর পেয়ে ভাঙ্গা, নগরকান্দা ও মুকসুদপুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা পৌছে উদ্ধারকাজ চালায়।

বাংলাদেশ সময়: ১১:৩৬:৩৯   ৬০৬ বার পঠিত   #  #  #  #  #