মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯

কুষ্টিয়া রায়ডাঙ্গায় শেষবার ফাহাদকে দেখতে মানুষের ঢল

Home Page » প্রথমপাতা » কুষ্টিয়া রায়ডাঙ্গায় শেষবার ফাহাদকে দেখতে মানুষের ঢল
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: কুষ্টিয়ায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের মরদেহবাহী গাড়িতে তার মরদেহ দেখতে মানুষের ঢল। শেষবারের মতো তাকে একনজন দেখতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক সংগঠনের লোকজনসহ ও বিভিন্ন পেশার মানুষ।

ফাহাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে এখন শোকের মাতম চলছে। আত্মীয়-স্বজন ও বাড়ির আশপাশ এলাকার প্রতিবেশীদের আহারাজিতে এক হৃদয় বিদারক মুহূর্তে সৃষ্টি হচ্ছে প্রতিমহুর্তে। আত্মীয়-স্বজনরা ফাহাদকে শেষবারের মতো দেখতে ছুটে আসছেন। আর তাদের চোখের জলে ভারী হচ্ছে রায়ডাঙ্গা গ্রামের পরিবেশ।

রায়ডাঙ্গা গ্রামের কয়েকজন প্রতিবেশী বাংলানিউজকে জানান, ফাহাদের খুব ভালো স্বভাবের ছেলে ছিলেন। পড়াশোনার চাপের কারণে গ্রামের বাড়িতে খুব কম আসতেন। তিনি খুব কম কথা বলতেন সবসময়। গ্রামে এলেই ছোট ছোট ছেলে-মেয়েদের বিকেলের দিকে বাড়ির সামনে বসে লেখাপড়া শিখাতেন। এমন ছেলেকে যারা হত্যা করলো, তাদের কঠোর বিচারের দাবি জানান তারা।

এদিকে, আর কিছুক্ষণ পরই রায়ডাঙ্গা গোরস্থানে সকাল ১০টার পর পরই ৩য় জানাজা শেষে সেখানেই দাফন সম্পন্ন করার কথা রয়েছে বলে জানিয়েছেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১০:৫৮:৩৪   ৫৪৫ বার পঠিত   #  #  #  #