মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

Home Page » প্রথমপাতা » ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯



ফাইল ছবি বঙ্গ-নিউজঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে কমলা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি মারা যান। নিহত কমলা বেগম কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুসাইন শাফায়েত জানান, রবিবার সন্ধ্যায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কমলা বেগম। সোমবার রাত সাড়ে ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, এ পর্যন্ত কালীগঞ্জ উপজেলায় তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন। বর্তমানে হাসপাতালে পাঁচজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

বাংলাদেশ সময়: ০:৩৭:৩৭   ৫৩৩ বার পঠিত   #  #  #  #  #  #  #