সোমবার, ৭ অক্টোবর ২০১৯
আচমকা বিকট শব্দে ভেঙে পড়ল ব্রিজ
Home Page » প্রথমপাতা » আচমকা বিকট শব্দে ভেঙে পড়ল ব্রিজ
বঙ্গ-নিউজঃ ভারতে একটি ব্রিজ ভেঙে পড়েছে। গুজরাট রাজ্যের জুনাগড় জেলার মালাঙ্কা গ্রামে এ ঘটনা ঘটেছে। ব্রিজ ভেঙে একের পর এক চারটি গাড়ি মুখ থুবড়ে পরতে থাকে একটির ওপর একটি। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর খবর মিলেনি।
জানা গেছে, প্রথমিক পর্যায়ে স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করেছেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও গুজরাট রাজ্য সেতু রক্ষণাবেক্ষন দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার ঘটনার সময় সেতুটি মাঝ বরাবর ভেঙে যায়। সেতুটিতে ৫০০ মিটারের চেয়ে বেশি বড় ফাটল পাওয়া গেছে। এর মধ্যেই গত বেশ কয়েকদিন ধরে চলা প্রবল বৃষ্টির কারণে সেতুটি আরও দূর্বল হয়ে যায়। এর জেরেই গাড়ির ভার বহন করতে না পেরে শেষ পর্যন্ত ব্রিজটি ভেঙে পড়ে।
এদিকে, ব্রিজটি ভেঙে পড়ার সঠিক কারণ কী তা নিয়ে তদন্ত শুরু করেছে গুজরাট প্রশাসন।
জানা গেছে, ব্রিজটি প্রচণ্ড শব্দে ভেঙে পড়ে। সে সময় ব্রিজের কাছেই কৃষি জমিতে কাজ করছিলেন কৃষকেরা। তারাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়রা মুখ থুবড়ে পরা গাড়িগুলো থেকে দ্রুত আরোহীদের উদ্ধার করেন।
বাংলাদেশ সময়: ১৪:০৭:১২ ৫৬৩ বার পঠিত