
সোমবার, ৭ অক্টোবর ২০১৯
বুয়েটে হলের সিঁড়িতে শিক্ষার্থীর লাশ উদ্ধার
Home Page » প্রথমপাতা » বুয়েটে হলের সিঁড়িতে শিক্ষার্থীর লাশ উদ্ধারবঙ্গ-নিউজঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি হল থেকে আবরার ফাহাদ (২১) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
চকবাজার থানার ওসি সোহরাব হোসেন এ তথ্য জানান।
ওসি বলেন, আবরারের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি। তার বাড়ি কুষ্টিয়া শহরে।
বাংলাদেশ সময়: ১১:০৭:১৯ ৫৬০ বার পঠিত