রবিবার, ৬ অক্টোবর ২০১৯
কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
Home Page » প্রথমপাতা » কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
বঙ্গ-নিউজঃ কুষ্টিয়ার ভেড়ামারায় কাঁঠালের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুক্তার আলী (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর ১টার দিকে উপজেলার কাজিহাটা গ্রামের এ দূর্ঘটনা ঘটে। তিনি একই গ্রামের মৃত আনছের আলীর পুত্র।
জানাযায়, দুপুরে মুক্তার আলী পাতা কাটার জন্য কাঁঠাল গাছে উঠে। এসময় কাঁঠালের পাতাসহ একটি ডাল গিয়ে বিদ্যুতের তারের উপর পড়ে এবং সমস্ত গাছ বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তার আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬:৫৬:১৩ ৪৭২ বার পঠিত