রবিবার, ৬ অক্টোবর ২০১৯

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে পালাতে,চেয়েছিলেন সম্রাট

Home Page » প্রথমপাতা » কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে পালাতে,চেয়েছিলেন সম্রাট
রবিবার, ৬ অক্টোবর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজিঃ চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার ভোর ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১।
ধারণা করা হচ্ছে, সম্রাট কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ওই এলাকাটি ভারত সীমান্তবর্তী।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১২টার পর চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে কয়েক ঘণ্টা ধরে অভিযান চালায় র‌্যাব-১ এর একটি বিশেষ দল।

পরে কুঞ্জশ্রীপুর গ্রামের পরিবহন ব্যবসায়ী মনির চৌধুরীর বাড়ি থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের পর তাদেরকে ঢাকায় নেওয়া হয়।

স্থানীয় আলকরা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল বলেন, আমি লোক মারফত শুনেছি। রাতে র‌্যাব গ্রামটি ঘেরাও করে রেখেছিল। কাউকে ভিতরে ঢুকতে দেয়নি। পরে সম্রাটকে নিয়ে গেছে।

তবে, চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, সম্রাটের গ্রেফতারের বিষয়ে তার কিছু জানা নেই।

বাংলাদেশ সময়: ১১:৩০:৪৮   ৫৪৯ বার পঠিত   #  #  #  #  #  #