রবিবার, ৬ অক্টোবর ২০১৯

শেষ মুহূর্তে লিভারপুলের নাটকীয় জয়

Home Page » খেলা » শেষ মুহূর্তে লিভারপুলের নাটকীয় জয়
রবিবার, ৬ অক্টোবর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ পুললিস্টার সিটির কাছে হোঁচটের শঙ্কায় পড়েছিল লিভারপুল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটি ফাউল পাল্টে দেয় তাদের ভাগ্য। পেনাল্টি গোলে প্রিমিয়ার লিগের এই মৌসুমে জয়যাত্রা অব্যাহত রাখলো গতবারের রানার্স-আপরা।

রোববার ইতিহাদ স্টেডিয়ামে লিস্টারকে ২-১ গোলে হারিয়ে লিগে টানা ১৭তম ম্যাচ জিতলো তারা।

বিরতির ৫ মিনিট আগে নিজের ৫০তম লিগ গোলে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে জেমস ম্যাডিসন সমতায় ফেরান লিস্টারকে। কিন্তু লিভারপুল ম্যাচের শেষ মুহূর্তে গোল শোধ করে। মার্ক আলব্রাইটন বক্সের মধ্যে ফাউল করেন মানেকে। জেমস মিলনার পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন।

২০১৫ সালের অক্টোবরে বরখাস্ত হওয়ার পর প্রথমবার অ্যানফিল্ডে ফিরেছিলেন ব্রেন্ডন রজার্স। সাবেক ক্লাবকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন লিস্টার কোচ। উড়তে থাকা লিভারপুলকে থামানোর ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত হারের তেতো স্বাদ পেতে হলো তাকে।

মাত্র ৪ মিনিটে লিস্টার গোলরক্ষক ক্যাস্পার স্মেইকেলের পরীক্ষা নেন মোহাম্মদ সালাহ। মিলনারও গোলের বেশ কাছে গিয়েছিলেন, কিন্তু গোলপোস্টের ওপর দিয়ে বল মারেন। লিস্টার ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছিল।

তবে ১-০ গোলে পিছিয়ে পড়ে তারা বিরতির কিছুক্ষণ আগে। মিলনারের চমৎকার অ্যাসিস্টে মানে পরাস্ত করেন স্মেইকেলকে। ব্যবধান দ্বিগুণ করতে পারতেন সেনেগাল ফরোয়ার্ড। কিন্তু স্মেইকেল দারুণ সেভে রুখে দেন তাকে।

বিরতির পর মাঠে ফিরতে সালাহর চেষ্টা থামান লিস্টার গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় অতিথিরা। অবশ্য জেমি ভার্ডির দুর্বল শট ঠেকাতে ঘাম ঝরাতে হয়নি লিভারপুলের গোলরক্ষক আদ্রিয়ানকে।

দ্বিতীয় গোলের খোঁজে হন্যে হয়ে থাকা স্বাগতিকদের ভড়কে দেয় লিস্টার। বদলি নামা আয়োজে পেরেসের বানিয়ে দেওয়া বলে ৮০ মিনিটে তাদের সমতায় ফেরান ম্যাডিসন। আদ্রিয়ানের পায়ের নিচ দিয়ে বল পাঠান তিনি।

পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার প্রস্তুতি যখন নিচ্ছিল লিস্টার, তখন নাটকীয় পরিস্থিতি তৈরী হয় অ্যানফিল্ডে। মানে ফাউলের শিকার হলে ভিএআরে নিশ্চিত করা হয় পেনাল্টি। আর মিলনারের গোলে লিগে শতভাগ সাফল্য ধরে রাখে লিভারপুল।

৮ ম্যাচ শেষে শতভাগ সাফল্য ধরে রেখে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৮ পয়েন্ট পেছনে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি (১৬)।

বাংলাদেশ সময়: ০:৫৯:২৯   ৫৪৮ বার পঠিত